রেকর্ড গড়া সেঞ্চুরিতে সুখবর পেলেন মান্ধানা
রেকর্ড গড়া সেঞ্চুরিতে সুখবর পেলেন মান্ধানা

- আপডেট সময় : ১০:৪৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / ৫ জন পড়েছেন
রেকর্ড গড়া সেঞ্চুরির পর ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছেন ভারতের তারকা ওপেনার।
টি-টোয়েন্টি র্যাংকিংয়েও চূড়ার পথে ছুটছেন স্মৃতি মান্ধানা।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে স্মৃতি মান্ধানার রেকর্ড গড়া সেঞ্চুরির প্রতিফলন পড়ছে র্যাংকিংয়ে। আইসিসি উইমেনস টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে তিন নম্বরে উঠেছেন ভারতের এই তারকা ওপেনার।
মান্ধানা পেছনে ফেলেছেন তাহলিয়া ম্যাকগ্রাকে। মঙ্গলবার প্রকাশিত নারী ক্রিকেটারদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ৭৫৭ রেটিং পয়েন্ট নিয়ে চারে নেমে গেছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।
বাঁহাতি ব্যাটার মান্ধানার রেটিং পয়েন্ট ৭৭১, যা তার ক্যারিয়ার সেরা। দুই নম্বরে থাকা হেইলি ম্যাথিউসের চেয়ে স্রেফ ৩ ও শীর্ষে থাকা বেথ মুনির চেয়ে ২৩ পয়েন্ট পেছেন আছেন মান্ধানা।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভারতের ম্যাচ বাকি আরও চারটি। মান্ধানার সামনে তাই শীর্ষে ওঠার খুব ভালো সুযোগ। গত মাসে ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ে চূড়ায় ওঠেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।
ট্রেন্ট ব্রিজে গত শনিবার প্রথম টি-টোয়েন্টিতে ১৫ চার ও ৩ ছক্কায় ৬২ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মান্ধানা। এই সংস্করণে তার প্রথম সেঞ্চুরি এটি। ভারতের প্রথম ও বিশ্বের পঞ্চম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরির কীর্তি তিনি।