ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরবেন পিনাকী-ইলিয়াস ও কনক!

- আপডেট সময় : ০৫:২২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / ৭ জন পড়েছেন
বাংলাদেশের যদি প্রয়োজন হয় তাহলে পিনাকী-ইলিয়াস-কনক একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য। শুক্রবার সোয়া ১১টার দিকে এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন তিনি।
ফেসবুকে তিনি লিখেন, দেশের জন্য যদি প্রয়োজন হয়, তবে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকী-ইলিয়াস-কনক সরওয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গণে খুব দ্রুততার সাথে একের পর এক ঘটনা ঘটছে। এই ঘটনাপ্রবাহে সর্বশেষ সংযোজন––অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন, এই খবর।
পিনাকী ভট্টাচার্যের এই ঘোষণায় অল্প সময়ের মধ্যে তার লেখা পোস্টে লাইক পড়েছে দেড় লাখের বেশি। আর কমেন্ট করেছে ১৮ হাজারের বেশি মানুষ।
নাঈম ইসলাম সাগর নামের একজন কমেন্ট করেছেন, ৩৬ জুলাই সরকার পতনের আন্দোলন দেখছে, এইবার সরকার রক্ষার আন্দোলন দেখবে দেশবাসী। আতিক ইসলাম নামের একজন লিখেছেন, অপেক্ষায় আছে জনগন আপনাদের জন্য।