ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণে বাধা দেওয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৭:৪৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / ৩৯ জন পড়েছেন
নারায়ণগঞ্জে ফতুল্লায় ধর্ষণে বাধা দেওয়ায় সাবেক ছাত্রদল নেতা আরাফাত হোসেন মামুনকে বাসার চারতলা ছাদ থেকে ফেলে হত্যা ও ধর্ষণচেষ্টা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে আসামি নুর ইসলামকে (৪৮) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুর ইসলাম ফতুল্লার পাগলা চিতাশাল এলাকার আজিজ মিয়ার ছেলে। র‌্যাব-১১-এর মিডিয়া কর্মকর্তা গোলাম র্মোশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফতুল্লার চিতাশাল এলাকার এক নম্বর গলিতে কবির মাস্টারের বাড়িতে ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করতেন ভুক্তভোগী নারী। গত ২২ আগস্ট দিবাগত রাতে স্থানীয় মফিজ (৪০) নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই ফ্ল্যাটে গিয়ে নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। খবর পেয়ে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন মামুন ওই বাসায় গিয়ে ধর্ষণচেষ্টায় বাধা প্রধান করে। এতে ক্ষিপ্ত হয়ে মফিজ তার দলবল নিয়ে মামুনকে এলোপাথাড়ি মারধর করেন।

একপর্যায়ে চার তলার ছাদে নিয়ে নিচে ফেলে দেয়। তখন আশপাশের লোকজন মামুনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ধর্ষণচেষ্টা এবং মামুনকে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

পরে র‌্যাব অভিযান চালিয়ে এজাহারনামীয় ৩নং আসামি নুর ইসলামকে গ্রেপ্তার করে। তাকে ফতুল্লা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৭:৪৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
নারায়ণগঞ্জে ফতুল্লায় ধর্ষণে বাধা দেওয়ায় সাবেক ছাত্রদল নেতা আরাফাত হোসেন মামুনকে বাসার চারতলা ছাদ থেকে ফেলে হত্যা ও ধর্ষণচেষ্টা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে আসামি নুর ইসলামকে (৪৮) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুর ইসলাম ফতুল্লার পাগলা চিতাশাল এলাকার আজিজ মিয়ার ছেলে। র‌্যাব-১১-এর মিডিয়া কর্মকর্তা গোলাম র্মোশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফতুল্লার চিতাশাল এলাকার এক নম্বর গলিতে কবির মাস্টারের বাড়িতে ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করতেন ভুক্তভোগী নারী। গত ২২ আগস্ট দিবাগত রাতে স্থানীয় মফিজ (৪০) নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই ফ্ল্যাটে গিয়ে নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। খবর পেয়ে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন মামুন ওই বাসায় গিয়ে ধর্ষণচেষ্টায় বাধা প্রধান করে। এতে ক্ষিপ্ত হয়ে মফিজ তার দলবল নিয়ে মামুনকে এলোপাথাড়ি মারধর করেন।

একপর্যায়ে চার তলার ছাদে নিয়ে নিচে ফেলে দেয়। তখন আশপাশের লোকজন মামুনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ধর্ষণচেষ্টা এবং মামুনকে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

পরে র‌্যাব অভিযান চালিয়ে এজাহারনামীয় ৩নং আসামি নুর ইসলামকে গ্রেপ্তার করে। তাকে ফতুল্লা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।