মাসদাইর বাজারে ফার্মেসীতে হামলা : আহত ১

- আপডেট সময় : ০৬:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / ৭৯ জন পড়েছেন
১৫ই এপ্রিল রাত ৮:৩০ মি. মাসদাইর বাজার মসজিদ সংলগ্ন “মোহাম্মদ ফার্মেসী” তে একদল কিশোর গ্যাং হৃদয়, নিরব, সেলিম, আসাদ এর নেতৃত্বে হামলা ও লুটপাট করে একপর্যায়ে দোকানী আব্দুল আহাদ কে মারধর ও ছুরিকাঘাত করে।
হৃদয় ও সেলিম প্রায় প্রায় এসে ফার্মেসীতে চেতনানাশক ঔষধ চাইত আর চাঁদা দাবি করতো। সেদিন রাতে এসে চেতনানাশক ঔষধ চাইলে ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া দিতে অস্বীকৃতি জানালে দলবল নিয়ে হাতুরি ও সুইস গিয়ার চাকু দিয়ে উপুর্যুপুরি আঘাত করে মারাত্মক জখম করে।
পরে দোকান ভাংচুর করে দোকানে থাকা নগদ ৮১,৩০০/- টাকা ও ১৫,০০০ টাকা মূল্যের ফোন আর ২,০০,০০০ লক্ষ টাকার সমমানের বিভিন্ন কোম্পানির ঔষধ নিয়ে যায়। আহাদের পরিবারকে হুমকি প্রদান করা হয় যেনো আইনানুগ ব্যবস্থা না নেয়। পরবর্তী আহাদকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহাদের পরিবার খুব নিরাপত্তা হীনতায় ভুগছে। ফতুল্লা থানায় যোগাযোগ করা হলে ওসি শরীফুল স্যার জানান ইতিমধ্যে থানায় মামলা নেওয়া হয়েছে। আসামীদের ধরতে অভিযান চলছে।