ঢাকা ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
২১ জুলাই মঞ্চে বিধায়ক কাঞ্চন মল্লিকের পাশে কাকে দেখা যাবে?

২১ জুলাই মঞ্চে বিধায়ক কাঞ্চন মল্লিকের পাশে কাকে দেখা যাবে?

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৬:২৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / ৩২ জন পড়েছেন

সিনেমার বিশেষ প্রদর্শনী থেকে শুরু করে ভোট প্রচার— স্বামী কাঞ্চন মল্লিকের সঙ্গে সবসময় দেখা যায় স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। সোমবার (২১ জুলাই) শহীদ স্মরণের মঞ্চেও কি স্বামীর সঙ্গে দেখা যাবে অভিনেত্রীকে? হাতে আর এক দিন। রূপালি দুনিয়ার অনেক মুখকেই এদিন দেখা যায় শাসক তৃণমূলের শহীদ দিবস পালনের মঞ্চে। বিধায়ক কাঞ্চন মল্লিকেরর পাশে কি এদিন দেখা যাবে অভিনেত্রীকে?

শনিবার (১৯ জুলাই) থেকেই শহর জুড়ে তোড়জোড়। প্রতি বছর ধর্মতলার মোড়ে বড় মঞ্চ তৈরি করা হয়। রাজ্যের নানা প্রান্ত থেকে শহরে এসে উপস্থিত হন তৃণমূল সমর্থকরা। টালিপাড়ার অনেক অভিনেতাকেই দেখা যায় ২১ জুলাইয়ের মঞ্চে। অভিনেত্রী জানিয়েছেন, এই বছর কাঞ্চনের সঙ্গে যেতে পারবেন না তিনি।

২১ জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার। গত দে়ড় বছর ধরে শ্রাবণের প্রথম এবং শেষ সোমবার বিশেষভাবে পালন করেন শ্রীময়ী। তাই এদিন কাঞ্চনের সঙ্গে তিনি যেতে পারবেন না।

শ্রীময়ী বলেন, বিয়ের আগে থেকে তিনি শিবরাত্রি পালন করেন। আর দেড় বছর আগে অবধি শ্রাবণের শেষ সোমবার পালন করতেন। ধারাবাহিকের শুটিংয়ের জন্য প্রতি সোমবার পালন করা কঠিন হতো। তবে গত দেড় বছর ধরে শ্রাবণের প্রথম এবং শেষ সোমবার পালন করেন তিনি।

অভিনেত্রী বলেন, গত বছর তারকেশ্বরেও গিয়েছিলাম। খুব যে কঠিন নিয়মে নিজেকে বাঁধি তা না। সকালে কিছুক্ষণ উপোস করে বাবার মাথায় পানি ঢালি। তার পর সারা দিন নিরামিষ খাই। রাতের খাবারে থাকে লুচি বা তেমন কিছু।

এ মুহূর্তে শ্রীময়ীকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না। আপাতত মেয়ের সঙ্গেই সময় কাটাতে ব্যস্ত তিনি। আর কাঞ্চন একদিকে অভিনয়, অন্যদিকে রাজনীতি— দুদিকই সামলাচ্ছেন সমান তালে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

২১ জুলাই মঞ্চে বিধায়ক কাঞ্চন মল্লিকের পাশে কাকে দেখা যাবে?

২১ জুলাই মঞ্চে বিধায়ক কাঞ্চন মল্লিকের পাশে কাকে দেখা যাবে?

আপডেট সময় : ০৬:২৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

সিনেমার বিশেষ প্রদর্শনী থেকে শুরু করে ভোট প্রচার— স্বামী কাঞ্চন মল্লিকের সঙ্গে সবসময় দেখা যায় স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। সোমবার (২১ জুলাই) শহীদ স্মরণের মঞ্চেও কি স্বামীর সঙ্গে দেখা যাবে অভিনেত্রীকে? হাতে আর এক দিন। রূপালি দুনিয়ার অনেক মুখকেই এদিন দেখা যায় শাসক তৃণমূলের শহীদ দিবস পালনের মঞ্চে। বিধায়ক কাঞ্চন মল্লিকেরর পাশে কি এদিন দেখা যাবে অভিনেত্রীকে?

শনিবার (১৯ জুলাই) থেকেই শহর জুড়ে তোড়জোড়। প্রতি বছর ধর্মতলার মোড়ে বড় মঞ্চ তৈরি করা হয়। রাজ্যের নানা প্রান্ত থেকে শহরে এসে উপস্থিত হন তৃণমূল সমর্থকরা। টালিপাড়ার অনেক অভিনেতাকেই দেখা যায় ২১ জুলাইয়ের মঞ্চে। অভিনেত্রী জানিয়েছেন, এই বছর কাঞ্চনের সঙ্গে যেতে পারবেন না তিনি।

২১ জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার। গত দে়ড় বছর ধরে শ্রাবণের প্রথম এবং শেষ সোমবার বিশেষভাবে পালন করেন শ্রীময়ী। তাই এদিন কাঞ্চনের সঙ্গে তিনি যেতে পারবেন না।

শ্রীময়ী বলেন, বিয়ের আগে থেকে তিনি শিবরাত্রি পালন করেন। আর দেড় বছর আগে অবধি শ্রাবণের শেষ সোমবার পালন করতেন। ধারাবাহিকের শুটিংয়ের জন্য প্রতি সোমবার পালন করা কঠিন হতো। তবে গত দেড় বছর ধরে শ্রাবণের প্রথম এবং শেষ সোমবার পালন করেন তিনি।

অভিনেত্রী বলেন, গত বছর তারকেশ্বরেও গিয়েছিলাম। খুব যে কঠিন নিয়মে নিজেকে বাঁধি তা না। সকালে কিছুক্ষণ উপোস করে বাবার মাথায় পানি ঢালি। তার পর সারা দিন নিরামিষ খাই। রাতের খাবারে থাকে লুচি বা তেমন কিছু।

এ মুহূর্তে শ্রীময়ীকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না। আপাতত মেয়ের সঙ্গেই সময় কাটাতে ব্যস্ত তিনি। আর কাঞ্চন একদিকে অভিনয়, অন্যদিকে রাজনীতি— দুদিকই সামলাচ্ছেন সমান তালে।