ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে নাসিক ১০নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অবশেষে নতুন নামফলক স্থাপন সিদ্ধিরগঞ্জে ওসিসহ পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ ফতুল্লার উন্নয়ন না করলে তাঁদের অবস্থাও হবে শামীম ওসমানের থেকেও খারাপ:  জীবন বেগম খালেদা জিয়ার ৮০তন জন্মর্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি’র দোয়া  খালেদা জিয়ার জন্মদিনে মাসুদুজ্জামানের উদ্যোগে শতাধিক মসজিদে দোয়া প্রসেনজিতের কোন কথায় চোখে পানি এলো চঞ্চলের অনন্ত সিংয়ের জীবনী নিয়ে সিনেমা করছেন জিৎ শ্বশুরবাড়িতে আরেকটা বিশ্বকাপ জিততে নতুন ভূমিকায় ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি নিয়ে নতুন সুর পুতিনের
সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুন, ২০ দোকান ছাই

সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুন, ২০ দোকান ছাই

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৯:৩২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / ১৬৯ জন পড়েছেন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কাঠের ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

 

বুধবার (২ এপ্রিল) ভোর ৪টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মক্কীনগর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

 

খবর পেয়ে কাচপুর মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে ফার্নিচার মার্কেটটিতে হঠাৎ আগুণ ধরে। পরে তাৎক্ষণিক দোকান মালিকরা কাচপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

 

ঘটনাস্থলে থাকা রাজু নামের এক ব্যক্তি বলেন, আগুনে এখানকার ব্যবসায়ীদের অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি আগুন ধরার পর থেকে এখানে ছিলাম। মূলত মার্কেটটি বন্ধ ছিল, বিদ্যুতের লাইনও বন্ধ, তারপরও কীভাবে আগুন ধরেছে নিশ্চিত করে বলা যাচ্ছে না। মালিকদের অভিযোগ এখানে কিছু বখাটে ছেলে নেশা করে করে। হয়ত তাদের সিগারেট থেকে আগুনের সূত্রপাত।

 

এ বিষয়ে কাঁচপুর মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ এনেছে। মার্কেটটির ছোট ২০টি দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাত হয়ত বিদুৎতের তার থেকে হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ছয় থেকে সাত লাখ টাকা ধারনা করছি। বাকিটা তদন্ত করে তারপর বলা যাবে।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন