ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্কের ক্লাব থেকেও বরখাস্ত হলেন মরিনিয়ো

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:৫৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / ১৪ জন পড়েছেন

শেষ কয়েকটা ক্লাব থেকে জোসে মরিনিয়ো স্রেফ বরখাস্তই হয়েছেন। এবার তুরস্কের ক্লাব ফেনারবাচের ডাগআউট থেকেও বরখাস্ত হয়েছেন পর্তুগিজ এই কোচ। আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে তুর্কি এই ক্লাব।

২০২৪ সালের ১ জুলাই এই ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন মরিনিয়ো। এরপর থেকে দলের ডাগআউটে ছিলেন মোট ৬২ ম্যাচে। এ সময়ে ফেনারবাচে ৩৭টি জয় জয় পেয়েছে। ১৪টি ম্যাচে ড্র করেছে, সঙ্গে ১১ ম্যাচে হেরেছে। পর্তুগিজ এই কোচের অধীনে প্রতি ম্যাচে গড়ে তার দল তুলেছে ২.০২ পয়েন্ট।

চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম ও এএস রোমার মতো ক্লাবের অভিজ্ঞতা ছিল তার ঝুলিতে। তাকে নিয়ে ফেনারবাচে ঘরোয়া এবং ইউরোপীয় সাফল্যের স্বপ্ন দেখছিল। তবে সে স্বপ্ন পূরণ হয়নি তাদের। ক্লাবটিকে কিছুই জেতাতে পারেননি মরিনিয়ো।

আজ বরখাস্ত হওয়ার ফলে ফেনারবাচে হয়ে গেল তার দ্বিতীয় ক্লাব, যেখান থেকে তিনি ফিরছেন খালি হাতে। এর আগে ২০২১ সালে টটেনহ্যাম থেকে তিনি বরখাস্ত হয়েছিলেন কারাবাও কাপ ফাইনালের ১ মাসেরও কম সময় বাকি থাকতে। সে ক্লাবটি থেকেও তিনি খালি হাতেই ক্লাব ছেড়েছেন।

এদিকে ফেনারবাচে ক্লাব তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ‘২০২৪-২৫ মৌসুম থেকে আমাদের দলের দায়িত্বে থাকা জোসে মরিনিয়োর সঙ্গে আমাদের পথচলা শেষ। তিনি আমাদের দলের হয়ে যে প্রচেষ্টাটা ঢেলে দিয়েছেন তার জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানাই।’

ফেনারবাচের ডাগআউটে তার প্রথম মৌসুমটা ভালো কাটেনি। গেল মৌসুমে লিগ জেতা হয়নি, মৌসুম শেষ করতে হয়েছে দুইয়ে থেকে; শিরোপাজয়ী গ্যালাতাসারাইয়ের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ছিল ১১। এরপর ইউরোপা লিগের শেষ ষোল থেকে বিদায় নিতে হয়েছে।

এরপর চলতি মৌসুমে তার কাছে ক্লাবের চাওয়া ছিল অন্তত চ্যাম্পিয়ন্স লিগের টিকিট। তবে গত রাতে তৃতীয় রাউন্ডের বাছাইপর্বে বেনফিকার কাছে ১-০ গোলে হেরে সে সুযোগটাও হাতছাড়া হয়ে গেছে। মরিনিয়োকে তার ফলটা ভোগ করতে হলো চাকরি খুইয়ে।

এ নিয়ে মরিনিয়ো তার শেষ ৬টি ক্লাব থেকেই বরখাস্ত হলেন। ধারাটা শুরু করেছিল রিয়াল মাদ্রিদ, ২০১৩ সালে তাকে কোচের পদ থেকে সরিয়ে দিয়েছিল। এরপর চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম, রোমাও একই পথে হেঁটেছে। এবার সেই তালিকায় নাম লেখাল ফেনারবাচেও।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

তুরস্কের ক্লাব থেকেও বরখাস্ত হলেন মরিনিয়ো

আপডেট সময় : ০৩:৫৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

শেষ কয়েকটা ক্লাব থেকে জোসে মরিনিয়ো স্রেফ বরখাস্তই হয়েছেন। এবার তুরস্কের ক্লাব ফেনারবাচের ডাগআউট থেকেও বরখাস্ত হয়েছেন পর্তুগিজ এই কোচ। আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে তুর্কি এই ক্লাব।

২০২৪ সালের ১ জুলাই এই ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন মরিনিয়ো। এরপর থেকে দলের ডাগআউটে ছিলেন মোট ৬২ ম্যাচে। এ সময়ে ফেনারবাচে ৩৭টি জয় জয় পেয়েছে। ১৪টি ম্যাচে ড্র করেছে, সঙ্গে ১১ ম্যাচে হেরেছে। পর্তুগিজ এই কোচের অধীনে প্রতি ম্যাচে গড়ে তার দল তুলেছে ২.০২ পয়েন্ট।

চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম ও এএস রোমার মতো ক্লাবের অভিজ্ঞতা ছিল তার ঝুলিতে। তাকে নিয়ে ফেনারবাচে ঘরোয়া এবং ইউরোপীয় সাফল্যের স্বপ্ন দেখছিল। তবে সে স্বপ্ন পূরণ হয়নি তাদের। ক্লাবটিকে কিছুই জেতাতে পারেননি মরিনিয়ো।

আজ বরখাস্ত হওয়ার ফলে ফেনারবাচে হয়ে গেল তার দ্বিতীয় ক্লাব, যেখান থেকে তিনি ফিরছেন খালি হাতে। এর আগে ২০২১ সালে টটেনহ্যাম থেকে তিনি বরখাস্ত হয়েছিলেন কারাবাও কাপ ফাইনালের ১ মাসেরও কম সময় বাকি থাকতে। সে ক্লাবটি থেকেও তিনি খালি হাতেই ক্লাব ছেড়েছেন।

এদিকে ফেনারবাচে ক্লাব তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ‘২০২৪-২৫ মৌসুম থেকে আমাদের দলের দায়িত্বে থাকা জোসে মরিনিয়োর সঙ্গে আমাদের পথচলা শেষ। তিনি আমাদের দলের হয়ে যে প্রচেষ্টাটা ঢেলে দিয়েছেন তার জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানাই।’

ফেনারবাচের ডাগআউটে তার প্রথম মৌসুমটা ভালো কাটেনি। গেল মৌসুমে লিগ জেতা হয়নি, মৌসুম শেষ করতে হয়েছে দুইয়ে থেকে; শিরোপাজয়ী গ্যালাতাসারাইয়ের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ছিল ১১। এরপর ইউরোপা লিগের শেষ ষোল থেকে বিদায় নিতে হয়েছে।

এরপর চলতি মৌসুমে তার কাছে ক্লাবের চাওয়া ছিল অন্তত চ্যাম্পিয়ন্স লিগের টিকিট। তবে গত রাতে তৃতীয় রাউন্ডের বাছাইপর্বে বেনফিকার কাছে ১-০ গোলে হেরে সে সুযোগটাও হাতছাড়া হয়ে গেছে। মরিনিয়োকে তার ফলটা ভোগ করতে হলো চাকরি খুইয়ে।

এ নিয়ে মরিনিয়ো তার শেষ ৬টি ক্লাব থেকেই বরখাস্ত হলেন। ধারাটা শুরু করেছিল রিয়াল মাদ্রিদ, ২০১৩ সালে তাকে কোচের পদ থেকে সরিয়ে দিয়েছিল। এরপর চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম, রোমাও একই পথে হেঁটেছে। এবার সেই তালিকায় নাম লেখাল ফেনারবাচেও।