ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আড়ালেই থাকতে চাই, ক্যামেরাম্যান খুঁজে বের করে’ অদ্ভূত কারণে উইম্বলডন স্থগিত রেকর্ড গড়া সেঞ্চুরিতে সুখবর পেলেন মান্ধানা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে শহীদদের ঋণ পরিশোধের এখনই সময়: তারেক রহমান পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে প্রাথমিকভাবে অনিয়ম-দুর্নীতির প্রমাণ মিলেছে এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত বুধবার: নৌ উপদেষ্টা চট্টগ্রামের সাবেক ডিআইজিসহ আরও তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত আ.লীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা হতাশ: নুর মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন

২১ শহীদ পরিবারকে জেলা প্রশাসনে ২ লাখ টাকা করে অনুদান

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৬:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / ১৮৮ জন পড়েছেন

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ২১ শহীদের পরিবারকে দুই লক্ষ টাকা করে অনুদান দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

বুধবার (১৬ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসনে আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো: জাহিদুল ইসলাম মিঞা।

এসময় শহীদ পরিবারের হাতে অনুদানের টাকা তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুদান প্রাপ্তরা হলেন- মোঃ হান্নানের (২৫) পিতা মোঃ জাকির হোসেন, মোঃ জনির (১৭) পিতা মোঃ ইয়াসিন, ইমরান হাসানের (১৯) পিতা মোঃ ছালেহ আহমেদ, ইব্রাহিমের (১৩) মাতা আয়েশা, মোঃ আদিলের (১৫) পিতা আবুল কালাম, ইরফান ভূঁইয়ার (২৩) পিতা আমিনুল ইসলাম ভূঁইয়া, মোঃ তুহিনের (৩৬) স্ত্রী আলেয়া আক্তার মীম, পারভেজ হাওলাদারের (২৫) মাতা হাদিয়া বেগম, মোঃ মাদবর হুসাইনের (২৫) পিতা মোঃ আবদুল হাই, রিয়া গোপের (০৬) পিতা দীপক কুমার গোপ, আহসান কবিরের (৩৪) পিতা হুমায়ুন কবির, ছলেমানের (২১) মাতা রোকসানা, বিল্লালের (২০) মাতা তাছলিমা বেগম, মোঃ সজল মিয়ার (২০) মাতা রুনা বেগম, আরমান মোল্লার (৩৬) মাতা জোবেদা বেগম, শফিকুলের (২০) স্ত্রী তাছলিমা, মোঃ মোহসীনের (৬৩) স্ত্রী ফাতেমা বেগম, মাহমুদুর রহমান খান সোহেলের (৪৫) স্ত্রী মরিয়ম খানম, ফারহানুল ইসলাম ভূঁইয়ার পিতা শহীদুল ইসলাম ভূঁইয়া, সাইফুল হাসানের স্ত্রী হাওয়াতুন নেসা, মোঃ রোমানের পিতা আনোয়ার হোসেন। এসময় ভবিষ্যতে শহীদ পরিবারদেরকে যেকোন প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন ডিসি।
এদিকে শহীদের ছবি সম্বলিত নামফলকের স্মৃতিস্তম্ভ, মামলা পরিচালনা সহযোগিতা ও শহীদদের কবর চিহ্নকরন দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি তরিকুল সুজন।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন