ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটকের মতো একই ভালোবাসা সিনেমাতেও চান তটিনী ‘আমাদের দেখভাল করার মতো আর কেউ রইল না’ দেশের বিরুদ্ধে চক্রান্তকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান গোলাম পরওয়ারের গণমাধ্যমের ওপর কোনো ধরনের চাপ নেই: তথ্য উপদেষ্টা বিএনপিকে সমালোচনা গ্রহণের পরামর্শ মাহমুদুর রহমানের ‘নিম্নমানের শিক্ষা ব্যবস্থার জন্য আমরা রাজনীতিবিদরাই দায়ী’ হাত-পায়ের রগ কাটা চবি শিক্ষার্থীর লাশ মিলল সাগরের তীরে প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর চিন্তা করছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনা নিরপরাধ—মনে করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শাহজালালের আগুনে ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়েছে : ওষুধশিল্প সমিতি
কাশীপুরে মাদকের টাকার বিরোধকে কেন্দ্র করে যুবক খুন

কাশীপুরে মাদকের টাকার বিরোধকে কেন্দ্র করে যুবক খুন

সোজাসাপটা রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • / ৯০৭ জন পড়েছেন

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকের টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে মো. পাভেল (৩৩) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

নিহত পাভেল (৩৭) ফতুল্লা থানার কাশিপুর মধ্যপাড়া এলাকার হাসমত উল্লাহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম। অভিযুক্ত রায়হান বাবু হলেন- ওই এলাকার মতিন মিয়ার ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

পাভেলের বড় ভাই মাসুম জানান, রবিবার রাতে পাভেলের সঙ্গে পাশের বাড়ির রায়হানের কবুতর নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে ঈদের দিন সকালে পিস্তল দিয়ে পাভেলের বুকে গুলি করে পালিয়ে যান রায়হান। গুরুতর অবস্থায় পাভেলকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই মো. মাসুদ জানান, ফতুল্লা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাভেলকে দিয়ে মাদকের ব্যবসা করাতেন ওই এলাকার মাদক ব্যবসায়ী রায়হান। সম্প্রতি মাদক বিক্রির টাকা না দেওয়ায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে রবিবার রাতে কথা কাটাকাটির জেরে সোমবার সকালে পাভেলকে মারধর করে ও পরে গুলি করে ফেলে রেখে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ‌‘মাদকের টাকার ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে রবিবার রাত সাড়ে ৯টার দিকে পাভেলকে ডেকে নিয়ে মারধর করেন রায়হান। সোমবার সকালে তাকে গুলি করে ফেলে যায়। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টার দিকে মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। অভিযুক্ত রায়হান বাবুকে আটকের চেষ্টা চলছে।’

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন