সোনারগাঁয়ে রতন হত্যার ঘটনায় ২ জন আটক

- আপডেট সময় : ০৮:৪২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / ১১১ জন পড়েছেন
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রতন নামে যুবক হত্যাকান্ডের ঘটনায় দুই জনকে আটক করেছে র্যাব-১১।
বুধবার(১৮ জুন) রুপগঞ্জ থানাধীন দিঘি বরাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব-১১।
গ্রেফতারকৃত আসামিরা হলো, রুপগঞ্জ উপজেলার দিঘি বরাবো এলাকার ইউনূস প্রধানের ছেলে ইসমাইল প্রধান (২৪)। একই উপজেলার মোঘড়াকুর গ্রামের মনির হোসেনের ছেলে ওসমান গনি (২৩)।
র্যাব-১১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এরআগে ১৭ জুন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ভারগাঁও এলাকার ওলামা নগর খাল খালপাড় এলাকা থেকে রতন (৩৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়েসোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায় যে, সকালে খালপাড় এলাকায় রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। পরে গোপন সংবাদের ভিত্তিতে এই ক্লুলেস হত্যার সাথে জড়িত আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১১ এর সদস্যরা।
গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে তারা হহত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
গ্রেফতারকৃত আসামি দ্বয়’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।