লঙ্কা-পরীক্ষায় শুরু লিটনদের সুপার ফোর, কী ভাবছেন পেস বোলিং কোচ টেইট
- আপডেট সময় : ১০:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৯ জন পড়েছেন
এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপের গ্রুপপর্বে লঙ্কানদের কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছিল লিটন দাসের দলকে। এবার সুপার ফোরে দ্বীপরাষ্ট্রটির মুখোমুখি হওয়ার পালা। বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইটের আশা, এই ম্যাচে তেমন জঘন্য অবস্থা হবে না লিটনদের।
দুবাইয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে এই অজি বলেন, ‘এটা তো একটা নতুন দিন।’
সুপার ফোরে বাংলাদেশ সব ম্যাচ খেলবে দুবাইয়ে। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর তিন দিনের ছুটি পাচ্ছেন লিটন দাস-জাকের আলী অনিকরা। এই ছুটির পর টানা দুই দিন মাঠে নামতে হবে বাংলাদেশকে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে।
বাংলাদেশকে যে টানা দুই দিন নামতে হবে, সংবাদ সম্মেলনে সে প্রসঙ্গ উঠতেই টেইট বলেন, ‘এটাই তো সূচি। আমরা এক দিন অনুশীলন করি এবং পরের দিন খেলি। বর্তমানে খেলায় আমাদের দ্রুত গুছিয়ে উঠতে হয়। অনেক ডেটা থাকে। স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আছে। প্রত্যেকেই একে অপরকে সহায়তা করে।’
বাংলাদেশের টানা দুই দিন খেলতে হলেও সেটা নিয়ে খুব একটা চিন্তিত নন টেইট। দুবাইয়ে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেস বোলিং কোচ বলেন, ‘আপনাকে নিজের সেরাটা দিতে হবে। এসব ব্যাপার নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। সূচি তো সূচিই। এটা মেনে নিতে হবে। আশা করি, ভালো ক্রিকেট খেলতে পারব।’

























