ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ৪ জন পড়েছেন

তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের মহাসমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এ মহাসমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগে ভোর থেকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সহকারী শিক্ষকরা ঢাকায় এসে সমাবেশস্থলে জড়ো হন।

শিক্ষকদের তিন দফা দাবি হলো—

১. প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রবেশ পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ;

২. প্রধান শিক্ষকের শূন্য পদগুলো শতভাগ পদোন্নতির মাধ্যমে পূরণ;

৩. ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নীত স্কেলকে উচ্চতর গ্রেড হিসেবে গণ্য না করা।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘আজকের মধ্যে সরকার থেকে সুস্পষ্ট প্রতিশ্রুতি না পেলে সমাবেশ থেকে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব’।

তিনি আরও জানান, এ মহাসমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নিচ্ছেন।

তার ভাষ্য মতে, শিক্ষকদের এ সমাবেশে রাজনৈতিক নেতাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের মধ্যে আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জামায়াতে ইসলামীর আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল এবি এম ফজলুল করিম (সাবেক সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়), নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী এবং এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ।

দাবি আদায়ে শিক্ষকদের আন্দোলন নতুন নয়। চলতি বছরের মে মাসে তারা এক ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেছিলেন। পরবর্তীতে তা ধাপে ধাপে দুই ঘণ্টা ও আধাবেলায় সম্প্রসারিত হয়। অবশেষে ২৬ মে থেকে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান। তবে সরকারের উপদেষ্টাদের আশ্বাসে কিছুদিন পর তারা ক্লাসে ফিরে আসেন। কিন্তু আশ্বাসের তিন মাস পার হলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় আবারও শিক্ষকরা রাজপথে নেমেছেন।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আপডেট সময় : ০৩:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের মহাসমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এ মহাসমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগে ভোর থেকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সহকারী শিক্ষকরা ঢাকায় এসে সমাবেশস্থলে জড়ো হন।

শিক্ষকদের তিন দফা দাবি হলো—

১. প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রবেশ পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ;

২. প্রধান শিক্ষকের শূন্য পদগুলো শতভাগ পদোন্নতির মাধ্যমে পূরণ;

৩. ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নীত স্কেলকে উচ্চতর গ্রেড হিসেবে গণ্য না করা।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘আজকের মধ্যে সরকার থেকে সুস্পষ্ট প্রতিশ্রুতি না পেলে সমাবেশ থেকে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব’।

তিনি আরও জানান, এ মহাসমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নিচ্ছেন।

তার ভাষ্য মতে, শিক্ষকদের এ সমাবেশে রাজনৈতিক নেতাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের মধ্যে আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জামায়াতে ইসলামীর আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল এবি এম ফজলুল করিম (সাবেক সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়), নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী এবং এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ।

দাবি আদায়ে শিক্ষকদের আন্দোলন নতুন নয়। চলতি বছরের মে মাসে তারা এক ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেছিলেন। পরবর্তীতে তা ধাপে ধাপে দুই ঘণ্টা ও আধাবেলায় সম্প্রসারিত হয়। অবশেষে ২৬ মে থেকে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান। তবে সরকারের উপদেষ্টাদের আশ্বাসে কিছুদিন পর তারা ক্লাসে ফিরে আসেন। কিন্তু আশ্বাসের তিন মাস পার হলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় আবারও শিক্ষকরা রাজপথে নেমেছেন।