ঢাকা ০১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:২৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / ২৬ জন পড়েছেন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাহাবুবুল আলম সেলিমকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার কুসুমদিয়া গ্রামের নিজবাড়ি থেকে তাকে নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবুল কালাম সামচুদ্দিন মোল্যার ছেলে ও সাবেক সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন জানান, গত ১৬ জুলাই ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ব্যাহত করার উদ্দেশে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে ভীতি ছড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেহভাজন আসামি হিসেবে মাহাবুবুল আলম সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

নওগাঁয় মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন

তিনি আরো জানান, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় সেলিমকে আদালতের মাধ্যমে আজ রবিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. রনি বলেন, ‘মাহাবুবুল আলম সেলিম বিগত ২০১১ সালে আওয়ামী লীগের ত্যাগ করে বিএনপিতে এসেছেন। আগে সদস্য ছিলেন কিন্তু বর্তমানে শ্রমিক দলের কাশিয়ানী উপজেলা কমিটির আহ্বায়ক। তাকে কেন মামলায় জড়ানো হলো এটা বোধগম্য নয়।

আশা করি করি তিনি ন্যায় বিচার পাবেন।’গত ১৬ জুলাই ঘটনাস্থলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করলে পুলিশ পৌঁছনোর আগেই তারা সরে যায়। পরে কাশিয়ানী থানার এসআই আলীমুল হুদা জনি বাদী হয়ে নাশকতা মামলা দায়ের করেন।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

গোপালগঞ্জে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:২৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাহাবুবুল আলম সেলিমকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার কুসুমদিয়া গ্রামের নিজবাড়ি থেকে তাকে নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবুল কালাম সামচুদ্দিন মোল্যার ছেলে ও সাবেক সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন জানান, গত ১৬ জুলাই ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ব্যাহত করার উদ্দেশে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে ভীতি ছড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেহভাজন আসামি হিসেবে মাহাবুবুল আলম সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

নওগাঁয় মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন

তিনি আরো জানান, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় সেলিমকে আদালতের মাধ্যমে আজ রবিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. রনি বলেন, ‘মাহাবুবুল আলম সেলিম বিগত ২০১১ সালে আওয়ামী লীগের ত্যাগ করে বিএনপিতে এসেছেন। আগে সদস্য ছিলেন কিন্তু বর্তমানে শ্রমিক দলের কাশিয়ানী উপজেলা কমিটির আহ্বায়ক। তাকে কেন মামলায় জড়ানো হলো এটা বোধগম্য নয়।

আশা করি করি তিনি ন্যায় বিচার পাবেন।’গত ১৬ জুলাই ঘটনাস্থলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করলে পুলিশ পৌঁছনোর আগেই তারা সরে যায়। পরে কাশিয়ানী থানার এসআই আলীমুল হুদা জনি বাদী হয়ে নাশকতা মামলা দায়ের করেন।