দারুণ শুরুর পর ভারতে হোঁচট বাংলাদেশের
দারুণ শুরুর পর ভারতে হোঁচট বাংলাদেশের

- আপডেট সময় : ০৭:৫৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / ৩ জন পড়েছেন
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হোঁচট খেয়েছে মেয়েরা। শুক্রবার চ্যাংলিমিথান স্টেডিয়ামে প্রতিবেশিদের কাছে ২-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচে মাহবুবুর রহমান লিটুর শিষ্যদের শুরুটা মন্দ হয়নি। তবে বাংলাদেশ যেখানে হেলায় সুযোগ হারিয়েছে, সেখানে ভারত ঠিকই নিজেদের সুযোগ কাজে লাগিয়েছে।
১৪ মিনিটে সতীর্থের বল ধরে আক্রমণে ওঠা পার্ল ফার্নান্দেজকে আটকাতে পারেননি বাংলাদেশের কোনো ডিফেন্ডার। এক ছুটে বক্সে ঢুকে ভারতের এই ফরোয়ার্ডের শট গোলকিপারের হাত ছুঁয়ে জালে জড়ায়।
দ্রুততম মানবের মুকুট ফিরে পেলেন ইমরানুর
৩৬ মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফাতেমা আক্তারের কর্নারে আলপি আক্তারের হেড অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে যায়। ভুটান ম্যাচে জোড়া গোল করা এই ফরোয়ার্ডকে এ সময় হতাশা প্রকাশ করতে দেখা যায়।
বিরতির পর ভারত ব্যবধান দ্বিগুণ করে। ৭৬ মিনিটে কর্নার থেকে আলিশার ভাসিয়ে দেওয়া বলে বদলি খেলোয়াড় বনিফিলিয়া সুল্লাই ডান পা বাড়িয়ে দিয়ে গোলকিপারকে পরাস্ত করেন। এরপর বাংলাদেশ চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি। আসরের তৃতীয় ম্যাচে ২৪ আগস্ট নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ।