ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিসিবির পণ্য কিনতে গিয়ে ট্রাকচাপায় নিহত ১ ঢাকায় ইউরোপের ভিসা সেন্টার খোলার অনুরোধে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি সাগর-রুনির সন্তানের হাতে প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ছাত্র হত্যা মামলার আসামি রাজাপুরের ইউএনও রাহুল ওএসডি ২৯ কোটি টাকার হিসাব কীভাবে পরিচালনা করেছে, জানাল জামায়াত নারায়ণগঞ্জ বার নির্বাচন: জামায়াতপন্থী আইনজীবী প্যানেলের গণসংযোগ নথি সরিয়ে করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর্মকর্তা বরখাস্ত জুলাই গণহত্যা: জাতিসংঘের প্রতিবেদন ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণার নির্দেশ অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে ছাত্রদলের প্যানেল নির্ধারণ করা হয়েছে: আবিদুল সরকারি পাসপোর্টধারী ও কূটনীতিকরা ভিসা ছাড়াই পাকিস্তান সফর করতে পারবেন

ফতুল্লায় ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৮:১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / ১৫০ জন পড়েছেন

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফতুল্লার পাগলা বাজারের সামনে আফসার করিম প্লাজার মালিক নান্টু মিয়াকে গুলি করা হয়।

দুর্বৃত্তদের ছুড়া গুলি নান্টু মিয়ার পেটে ও হাতে লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খবর পেয়ে পরিবারের লোকজন নান্টু মিয়াকে শহরের খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ফল ব্যবসায়ী উত্তম জানান, আবসার করি প্লাজার মালিক নান্টু মিয়া তার মার্কেটের সামনে ঘুরে ঘুরে ফল কিনে নিজস্ব প্রাইভেটকারে ওঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক গুলি চালায়। তখন নান্টু মিয়া গাড়িতে উঠলে তার চালক দ্রুত প্রাইভেটকার নিয়ে ফতুল্লার দিকে চলে যায়। আর দুর্বৃত্তরা মোটরসাইকেলে ঢাকার দিকে চলে যায়।

নান্টু মিয়ার ভায়রা জহিরুল জানান, নান্টু মিয়ার পেটে ও হাতে গুলি লেগেছে। তাকে ঢাকা মেডিকেলে নেয়া হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন