নারায়ণগঞ্জ জেলা শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম গ্রেপ্তার

- আপডেট সময় : ০৬:৪৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / ৬৪ জন পড়েছেন
নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার (১৬ এপ্রিল) নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জে রবিন টেক্সটাইল গার্মেন্টসের শ্রমিক অসন্তোষের ঘটনায় সেলিম মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, সেলিমকে ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিন টেক্সটাইলে শ্রমিক অসন্তোষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ১০ এপ্রিল বকেয়া বেতনের দাবিতে ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ৪৬৬ জন শ্রমিকের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করা হয়।