সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মিজানের

প্রতিবেদকের নাম :
- আপডেট সময় : ০৯:০৯:১০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ৫৮ জন পড়েছেন
নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিজান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে জামানের বাসার গলির পাশে পরিত্যক্ত পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
নিহত মিজান নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ গোপ্টা এলাকার আব্দুর রবের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে পাঠানটুলি এলাকায় বসবাস করছিলেন। তাঁর এক ছেলে (১৫) ও এক মেয়ে (২০) রয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরে মিজান পুকুরপাড়ে গরুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের ছেঁড়া তারে স্পর্শ করলে তিনি পরিত্যক্ত পুকুরে লুটিয়ে পড়েন। এবং সেখানেই মারা যান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, হঠাৎ এই মৃত্যুতে তারা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন এবং এ ঘটনায় কোনো মামলা বা ময়নাতদন্ত করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
ট্যাগ :