আটকের সময় নেতাকর্মীদের যা বললেন রাহুল গান্ধী
আটকের সময় নেতাকর্মীদের যা বললেন রাহুল গান্ধী

- আপডেট সময় : ০৪:৪৮:২২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ২৪ জন পড়েছেন
ভারতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত অভিযোগ নিয়ে সোমবার (১১ আগস্ট) দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি পালন করছে দেশটির বিরোধী দলগুলো। এই কর্মসূচি পালনকালেই সেখান থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের আটক করেছে পুলিশ।
এদিকে, আটকের সময় রাহুল গান্ধী উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন, ‘এটা সংবিধান বাঁচানোর লড়াই’। পাশাপাশি স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশেরও দাবি জানান তিনি।
অন্যদিকে পুলিশ আটক করে বাসে তোলার পরেই ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র, আরামবাগের তৃণমূল এমপি মিতালি বাগসহ বেশ কয়েকজন। সংসদ সদস্যদের অসুস্থতার খবর পেয়ে সেখানে পৌঁছে গিয়ে খোঁজখবর নেন রাহুল। বাস থেকে নেমে এসপির অসুস্থ সংসদ সদস্যকে তুলে দেন অন্য গাড়িতে।
তৃণমূলের রাজ্যসভার সদস্য সাগরিকা ঘোষ অভিযোগ করে বলেন, পুলিশ নারী সংসদ সদস্যদের ওপর বলপ্রয়োগ করেছে, চুল ধরে টেনেছে।
সাগরিকার পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, পুলিশের বাসের পেছনের আসনেই বসে আছেন অসুস্থ মহুয়া। তাকে ঘিরে রয়েছেন অন্য নারী এমপিরা। মহুয়ার শুশ্রূষা করছেন সবাই।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত অভিযোগ নিয়ে সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি পালন করে বিরোধী দলগুলো। এসআইআর-এর কারণে বিহারের ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ নাম বাদ পড়েছে। বিহারের ভোট চলতি বছরের শেষে। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গ, কেরল, আসাম, তামিলনাড়ুতেও বিধানসভা ভোট।
বিরোধীদের অভিযোগ, কমিশনকে বিজেপি ব্যবহার করছে। ইতোমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী পরিসংখ্যান দিয়ে দাবি করেছেন, ভোট চুরি হচ্ছে। যদিও তা উড়িয়ে দিয়েছে কমিশন। এসআইআর নিয়ে মামলাও হয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এসআইআর প্রক্রিয়ায় এখনও কোনও হস্তক্ষেপ করেনি। তবে কমিশনকে কিছু পরামর্শ দিয়েছে। মামলার শুনানি চলছে। এই আবহেই সোমবার বিরোধীরা কমিশন অভিযান করতে চলেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস