ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আড়ালেই থাকতে চাই, ক্যামেরাম্যান খুঁজে বের করে’ অদ্ভূত কারণে উইম্বলডন স্থগিত রেকর্ড গড়া সেঞ্চুরিতে সুখবর পেলেন মান্ধানা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে শহীদদের ঋণ পরিশোধের এখনই সময়: তারেক রহমান পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে প্রাথমিকভাবে অনিয়ম-দুর্নীতির প্রমাণ মিলেছে এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত বুধবার: নৌ উপদেষ্টা চট্টগ্রামের সাবেক ডিআইজিসহ আরও তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত আ.লীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা হতাশ: নুর মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন
বাড়ির দেওয়ালে ‘সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু’ লিখে হুমকি

বাড়ির দেওয়ালে ‘সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু’ লিখে হুমকি

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৯:১৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • / ১৮৯ জন পড়েছেন

আমরা ১৫-৪-২০২৫ তারিখে আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু’—এমন বাক্য লিখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ব্যবসায়ীর বাড়ির দেওয়ালে পোস্টার সাঁটিয়ে ডাকাতির হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এমন বার্তায় ওই এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) দিনগত গভীর রাতে সোনারগাঁ পৌরসভার কৃষ্ণনগর গ্রামের সাবেক কমিশনার আমির হোসেন ভূঁইয়া ও তার চাচাতো ভাই দলিল লেখক আব্দুর রউফ ভূঁইয়ার বাড়িতে এই বার্তা দেওয়া হয়েছে।

এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আমির হোসেন ভূঁইয়া।

বাড়ির দেওয়ালে ‘সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু’ লিখে হুমকি

অভিযোগ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা প্রথমে গত ২৫ মার্চ ভুক্তভোগীদের বাড়িতে হুমকি দিয়ে চিঠি পাঠায়। মঙ্গলবার রাতে দ্বিতীয় দফায় একই ধরনের হুমকি দিয়ে সাদা কাগজে লিখে বাড়ির দেওয়ালে সাঁটিয়ে রাখে। এমন বার্তায় বাড়ির আশপাশের মানুষের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী আমির হোসেন ভূঁইয়া বলেন, ‘৭-৮ বছর আগে একবার ডাকাত দল আমাদের বাড়িতে হানা দেয়। ওইসময়ে সবাই সজাগ হয়ে যাওয়ার কারণে তেমন কিছু নিতে পারেনি। আমাদের কারও সঙ্গে শত্রুতা নেই। তবে জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে আদালতে একটি মামলা চলছে।’

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ওই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন