ইউনিটি হসপিটাল ফার্মেসিকে জরিমানা ৪০ হাজার
ইউনিটি হসপিটাল ফার্মেসিকে জরিমানা ৪০ হাজার

- আপডেট সময় : ০৭:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ২৭ জন পড়েছেন
স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে নেবুলাইজার মাস্ক বিক্রি করায় ইউনিটি হসপিটাল ফার্মেসিকে জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৯ জুলাই) এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ইউনিটি হসপিটাল ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সিদ্ধিরগঞ্জ এ অবস্থিত ইউনিটি হসপিটাল ফার্মেসিতে অভিযান পরিচালিত হয়। অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালিত হয়। তদন্তে দেখা যায় ফার্মেসি প্রতিষ্ঠান টি ঘবনঁষরুবৎ গধংশ এম আর পি মূল্য ৬৫ টাকা এর পরিবর্তে ১২০ টাকা দরে বিক্রয় করছে। এছাড়াও ত-খওউঙঈঅওঘঊ চষঁং যা স্থানীয়ভাবে কার্যকরী অনুভূতিনাশক (খড়পধষ অহবংঃযবঃরপ)হিসেবে ব্যবহৃত হয় সেটির মূল্য মার্কার দিয়ে মুছে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মূল্যে সেবা গ্রহীতাদের নিকট বিক্রয় করছে।
নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি থেকে সেবা গ্রহীতাগণ যাতে ন্যায্য এম আর পি মূল্যে ঔষধ, সার্জিক্যাল আইটেম, লোকাল অ্যানেস্থেটিক ঔষধ ক্রয় করতে পারে সে জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে।