সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে ফিনিশিং কারখানায় বিস্ফোরণ, আহত ২

প্রতিবেদকের নাম :
- আপডেট সময় : ০৯:০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / ৩০ জন পড়েছেন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারফিসিয়েন্ট টেক্সটাইল এন্ড ফিনিশিং মিলস নামে একটি কারখানায় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে স্ট্যান্ডার মেশিনের বিস্ফোরণে অগ্নিকা-ের ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলার তারাব পৌরসভার কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় কারখানার মো: কামাল (১৯),মো: মূসা (২১) নামে দুই শ্রমিক আহত হয়।
কারখানার মালিক মোহাম্মদ রাসেল জানান, কারখানার শ্রমিকদের গাফলতির কারনে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে স্ট্যান্ডার মেশিনের বিস্ফোরণে অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন পৌছানোর আগেই কর্মরত লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
দুপুরের খাবারের সময় থাকায় তেমনি বড় ধরনের দূর্ঘটনা ঘটেনি। এসময় দৌড়াদৌড়ি করতে গিয়ে দুইজন শ্রমিক আহত হয়। এ ঘটনায় দের কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান তিনি। বর্তমানে কারখানায় ৮০ জন শ্রমিক কর্মরত রয়েছেন।
ট্যাগ :