সংবাদ শিরোনাম :
১৫০ কোটির কেলেঙ্কারিতে আবারও তলব শিল্পার স্বামী রাজকে
প্রতিবেদকের নাম :
- আপডেট সময় : ০৫:০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / ২২ জন পড়েছেন
৬০ কোটি রুপি প্রতারণা মামলার মাঝেই আবার বিটকয়েন ‘কেলেঙ্কারি’তে জড়িয়ে পড়লেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসেই সংশ্লিষ্ট মামলায় শিল্পা শেঠির স্বামীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল ইডি। যদিও নিজেকে ‘মধ্যস্থতাকারী’ বলে দাবি করেছিলেন রাজ, তবে তদন্ত এগোতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ে বিড়াল।
ইডির বিবৃতি অনুযায়ী, রাজ কুন্দ্রার কাছে বর্তমানে ১৫০.৪৭ কোটি রুপির ২৮৫টি বিটকয়েন রয়েছে, যা তিনি ‘ক্রিপ্টো-কেলেঙ্কারি’র মাস্টারমাইন্ড ভরদ্বাজ গোষ্ঠীর কাছ থেকে নিয়েছিলেন ইউক্রেনে খনি খোলার জন্য। এবার সংশ্লিষ্ট মামলাতেই তলব করা হলো শিল্পা শেঠির স্বামীকে। আগামী ১৯ জানুয়ারি আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে রাজকে।
এর আগে ২০১৭ সালে অজয় ভরদ্বাজ, মহেন্দর ভরদ্বাজ ও অমিত ভরদ্বাজ ভেরিয়েবল টেক প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি খোলেন। এর মাধ্যমেই শুরু হয় গেইন বিটকয়েন পঞ্জি স্কিম। সেখানে বলা হয়েছে— বিটকয়েনে বিনিয়োগ করলেই বিশাল মুনাফা পাবেন বিনিয়োগকারীরা। অনেক বিনিয়োগকারীই সেই স্কিমে টাকা ঢেলেছিলেন। কিন্তু লাভ তো দূরের কথা, বিপুল অংকের টাকা উবে যায়। দিল্লি ও মহারাষ্ট্রে কোম্পানির নামে এফআইআর দায়ের করতে শুরু করেন বিনিয়োগকারীরা। এরপরই সেই স্কিম সামনে আসে।
এদিকে তদন্তকারীরা জানিয়েছেন, ভেরিয়েবেল টেকের কর্তাব্যক্তিরা বিটকয়েন মাইনিংয়ের মাধ্যমে ক্রিপ্টো অ্যাসেটে বিনিয়োগে প্রতি মাসে ১০ শতাংশ হারে রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে ৬,৬০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন। আর এহেন বেআইনি কাজে তাদের সঙ্গী ছিলেন রাজ কুন্দ্রা।
অভিযোগ রয়েছে, কুন্দ্রা ভরদ্বাজের কাছ থেকে এই বিপুলসংখ্যক বিটকয়েন পেয়েছিলেন। মূল পরিকল্পনা ছিল, ইউক্রেনে একটি বিটকয়েন খনির প্রকল্প তৈরি করা। কিন্তু সেই উদ্যোগ ব্যর্থ হলেও কুন্দ্রার দখলেই থেকে যায় সেই বিটকয়েনগুলো।
এর আগে ইডির বিবৃতি অনুযায়ী জানা গিয়েছিল, রাজ কুন্দ্রা ইউক্রেনে বিটকয়েন মাইনিং ফার্ম তৈরির জন্য গেইন বিটকয়েন পঞ্জি স্কিমের মাস্টারমাইন্ড অমিত ভরদ্বাজের কাছ থেকে ২৮৫ বিটকয়েন নিয়েছিলেন। যার বাজারমূল্য ১৫০ কোটি রুপিরও বেশি।
অভিযোগ, ইডির তদন্ত চলাকালীনও রাজ কুন্দ্রা সেই বিপুল পরিমাণ রুপির উৎস ইচ্ছাকৃতভাবে আড়াল করেছেন। তদন্তকারীরা একাধিকবার তলব করা সত্ত্বেও তিনি কোনো দিনই ডিজিটাল ওয়ালেটের ঠিকানা দেননি কিংবা বিটকয়েনের হিসাব আদালতের কাছে জমা দেননি। এবার সংশ্লিষ্ট মামলাতেই আবার ডাক পড়ল রাজ কুন্দ্রার।
যদিও শিল্পা শেঠির স্বামীর জীবনে অবশ্য আইনি বিতর্ক নতুন নয়। এর আগে আইপিএলে বাজি কেলেঙ্কারি, পর্নোগ্রাফি কনটেন্ট এবং ৬০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় আইনি বিপাকে জড়িয়েছিলেন রাজ কুন্দ্রা। এবার বিটকয়েন কেলেঙ্কারির অভিযোগে তার বিরুদ্ধে আইনি চাপ আরও বাড়ল।
ট্যাগ :

























