ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ধীরে ধীরে তাকে শেষ করে দেওয়ার কঠিন চেষ্টা হয়েছে: কনকচাঁপা

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / ২৩ জন পড়েছেন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে এক আবেগঘন পোস্ট করেছেন সংগীতশিল্পী কনকচাঁপা। তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন, খালেদা জিয়াকে ধীরে ধীরে শেষ করে দেওয়ার কঠিন চেষ্টা হয়েছে।

সংগীতশিল্পী কনকচাঁপা তার পোস্টে লিখেছেন, ‘এই জীবন বয়ে বেড়ানো অসম্ভব রকম কঠিন, যা আমরা ভাবতেই পারি না’। খালেদা জিয়াকে নিয়ে তার এই উপলব্ধি।

তিনি তার পোস্ট শুরু করেন, ‘চলে গেলেন স্মরণকালের সর্বশ্রেষ্ঠ আপসহীন অবিসংবাদিত নেতা, মানবতার মা বেগম খালেদা জিয়া’ বলে। এরপর তিনি লেখেন, ‘বারবার, বারবার তার নামের সাথে উচ্চারিত হয় ‘আপসহীন’, নিশ্চয়ই আমরা তার মানে জানি, কিন্তু অনুধাবন করি কজন! তার জীবনে তিনি অন্যায়, মিথ্যাচার, স্বৈরাচার কারও সাথে নিজ স্বার্থ, স্বাচ্ছন্দ্য, সম্ভোগের জন্য আপস করেন নাই। দেশের মানুষের মায়ায় তিনি সংসার, সন্তান, আরাম-আয়েশি বিলাসী জীবন কিছুর তোয়াক্কা করেন নাই।’

তিনি আরও লেখেন, ‘এই কথা লেখা যেমন সহজ পড়াও সহজ; কিন্তু এই জীবন বয়ে বেড়ানো অসম্ভব রকম কঠিন, যা আমরা ভাবতেই পারি না।’

খালেদা জিয়ার মামলায় জর্জরিত হওয়ার বিষয়টি উঠে এসেছে কনকচাঁপার পোস্টে। খালেদা জিয়ার অসুস্থতার কারণও তুলে ধরেন তিনি।

কনকচাঁপা বলেন, বড়ই আফসোস হয় একটা ডাহা মিথ্যা মামলায় তিনি তার জীবন সুন্দরভাবে শেষ করতে পারলেন না। সত্যিকার অর্থে সেখান থেকেই তার অসুস্থতা শুরু হয়েছে। বলা যায় ধীরে ধীরে তাকে শেষ করে দেয়ার কঠিন চেষ্টা চালানো হয়েছে। আর আমরা অসহায় হয়ে চেয়ে থেকেছি।

‘সেই পুরাতন, প্রাক্তন ভাঙা জেলখানায় তার দিন কেটেছে তা ভেবে কত রাত আমার নির্ঘুম হয়ে যেত! কত রকম ভয় ছিলো সেই একাকী জেলজীবনে সেগুলো ভেবে হঠাৎ রাতে ঘুম ভেঙে গায়ে কাঁটা দিয়ে উঠত ,অথচ তিনি থাকতেন নির্ভার! এজন্যই তাকে বলতে চাই অকুতোভয় জীবন যোদ্ধা, মৃত্যুঞ্জয়ী মহামানব।’

খালেদা জিয়ার সংগ্রামময় জীবন নিয়ে কনকচাঁপা বলেন, ‘তার স্পষ্ট উচ্চারণ ছিলো জীবনে যা কিছু হয়ে যাক এই দেশ এই দেশের মানুষ ছেড়ে আমি কোথাও যাবো না। দেশপ্রেম এর উৎকৃষ্ট উদাহরন তিনি, তিনিই প্রকৃত রাজনীতিবিদ এবং খাঁটি একজন দেশনেতা। আমাদের দুঃখ রাখার জায়গা নেই যে আমরা তাকে সঠিক মর্যাদা দিতে পারিনি।’

‘আমি কায়মনোবাক্যে দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের স্থায়ী বাসিন্দা করে নেয়ার অনুগ্রহ করবেন এবং তার শোকসন্তপ্ত পরিবার এই শোক সইবার শক্তি অর্জন করুক।’

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ছয়টায় মারা যান খালেদা জিয়া। ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন ৪০ দিন ধরে। আজ তাকে তার স্বামী ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাকে দাফন করা হবে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

ধীরে ধীরে তাকে শেষ করে দেওয়ার কঠিন চেষ্টা হয়েছে: কনকচাঁপা

আপডেট সময় : ০৩:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে এক আবেগঘন পোস্ট করেছেন সংগীতশিল্পী কনকচাঁপা। তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন, খালেদা জিয়াকে ধীরে ধীরে শেষ করে দেওয়ার কঠিন চেষ্টা হয়েছে।

সংগীতশিল্পী কনকচাঁপা তার পোস্টে লিখেছেন, ‘এই জীবন বয়ে বেড়ানো অসম্ভব রকম কঠিন, যা আমরা ভাবতেই পারি না’। খালেদা জিয়াকে নিয়ে তার এই উপলব্ধি।

তিনি তার পোস্ট শুরু করেন, ‘চলে গেলেন স্মরণকালের সর্বশ্রেষ্ঠ আপসহীন অবিসংবাদিত নেতা, মানবতার মা বেগম খালেদা জিয়া’ বলে। এরপর তিনি লেখেন, ‘বারবার, বারবার তার নামের সাথে উচ্চারিত হয় ‘আপসহীন’, নিশ্চয়ই আমরা তার মানে জানি, কিন্তু অনুধাবন করি কজন! তার জীবনে তিনি অন্যায়, মিথ্যাচার, স্বৈরাচার কারও সাথে নিজ স্বার্থ, স্বাচ্ছন্দ্য, সম্ভোগের জন্য আপস করেন নাই। দেশের মানুষের মায়ায় তিনি সংসার, সন্তান, আরাম-আয়েশি বিলাসী জীবন কিছুর তোয়াক্কা করেন নাই।’

তিনি আরও লেখেন, ‘এই কথা লেখা যেমন সহজ পড়াও সহজ; কিন্তু এই জীবন বয়ে বেড়ানো অসম্ভব রকম কঠিন, যা আমরা ভাবতেই পারি না।’

খালেদা জিয়ার মামলায় জর্জরিত হওয়ার বিষয়টি উঠে এসেছে কনকচাঁপার পোস্টে। খালেদা জিয়ার অসুস্থতার কারণও তুলে ধরেন তিনি।

কনকচাঁপা বলেন, বড়ই আফসোস হয় একটা ডাহা মিথ্যা মামলায় তিনি তার জীবন সুন্দরভাবে শেষ করতে পারলেন না। সত্যিকার অর্থে সেখান থেকেই তার অসুস্থতা শুরু হয়েছে। বলা যায় ধীরে ধীরে তাকে শেষ করে দেয়ার কঠিন চেষ্টা চালানো হয়েছে। আর আমরা অসহায় হয়ে চেয়ে থেকেছি।

‘সেই পুরাতন, প্রাক্তন ভাঙা জেলখানায় তার দিন কেটেছে তা ভেবে কত রাত আমার নির্ঘুম হয়ে যেত! কত রকম ভয় ছিলো সেই একাকী জেলজীবনে সেগুলো ভেবে হঠাৎ রাতে ঘুম ভেঙে গায়ে কাঁটা দিয়ে উঠত ,অথচ তিনি থাকতেন নির্ভার! এজন্যই তাকে বলতে চাই অকুতোভয় জীবন যোদ্ধা, মৃত্যুঞ্জয়ী মহামানব।’

খালেদা জিয়ার সংগ্রামময় জীবন নিয়ে কনকচাঁপা বলেন, ‘তার স্পষ্ট উচ্চারণ ছিলো জীবনে যা কিছু হয়ে যাক এই দেশ এই দেশের মানুষ ছেড়ে আমি কোথাও যাবো না। দেশপ্রেম এর উৎকৃষ্ট উদাহরন তিনি, তিনিই প্রকৃত রাজনীতিবিদ এবং খাঁটি একজন দেশনেতা। আমাদের দুঃখ রাখার জায়গা নেই যে আমরা তাকে সঠিক মর্যাদা দিতে পারিনি।’

‘আমি কায়মনোবাক্যে দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের স্থায়ী বাসিন্দা করে নেয়ার অনুগ্রহ করবেন এবং তার শোকসন্তপ্ত পরিবার এই শোক সইবার শক্তি অর্জন করুক।’

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ছয়টায় মারা যান খালেদা জিয়া। ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন ৪০ দিন ধরে। আজ তাকে তার স্বামী ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাকে দাফন করা হবে।