ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে নাসিক ১০নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অবশেষে নতুন নামফলক স্থাপন সিদ্ধিরগঞ্জে ওসিসহ পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ ফতুল্লার উন্নয়ন না করলে তাঁদের অবস্থাও হবে শামীম ওসমানের থেকেও খারাপ:  জীবন বেগম খালেদা জিয়ার ৮০তন জন্মর্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি’র দোয়া  খালেদা জিয়ার জন্মদিনে মাসুদুজ্জামানের উদ্যোগে শতাধিক মসজিদে দোয়া প্রসেনজিতের কোন কথায় চোখে পানি এলো চঞ্চলের অনন্ত সিংয়ের জীবনী নিয়ে সিনেমা করছেন জিৎ শ্বশুরবাড়িতে আরেকটা বিশ্বকাপ জিততে নতুন ভূমিকায় ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি নিয়ে নতুন সুর পুতিনের

ঘোষিত সময়টি নির্বাচনের সঠিক সময়: প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৫:৫২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / ১৮৮ জন পড়েছেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঘোষিত সময়টি নির্বাচনের সঠিক সময়। ১৭ বছর পর ইতিহাসের সুন্দর নির্বাচন হবে। এ সময় তিনি বলেন, আগামী জুলাই মাসে ‘জুলাই সনদ’ জাতির সামনে উপস্থাপন করা হবে।

বুধবার লন্ডনের চ্যাথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এ বক্তব্যকালে প্রধান উপদেষ্টা এসব বলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, নির্বাচনের পর নির্বাচিত সরকারের কোনো দায়িত্বে তার থাকার কোন ইচ্ছে নেই। এ সময় সব দলের অংশগ্রহণের একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতে প্রশ্ন করা হলে ড. ইউনূস বলেন, সাত বছর আগে রোহিঙ্গারা যারা বাংলাদেশে এসেছিল তাদের অনেকে পাঁচ মাস বয়সী থেকে শুরু করে ৫ বছর বা ৭ বছর বয়সীও ছিলো। তারা সবাই আজ যুবক বা কিশোর। এখন মার্কিন সরকার বিভিন্ন কর্মসূচীতে অর্থায়ন বন্ধ করে দেয়ার পর প্রশ্ন উঠেছে তাদের ভরনপোষণ দেবে কারা। তাদের তো থাকার নির্দিষ্ট সময়ও নেই। বিষয়টি নিয়ে তার সরকার গুরুত্ব সহকারে কাজ করছে।

নতুন বাংলাদেশ তৈরির জন্য সংস্কার কমিশন তৈরি করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিশন তৈরি করেছি। আমরা তাদের সুপারিশের দিকে তাকিয়ে আছি। আমাদের কাজ হলো সব দলের ঐকমত্য তৈরি করা।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও সামাজিক কাঠামো মানবজাতির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন,আমরা একটি ভুল সভ্যতার অংশ হয়ে গেছি, আমরা নিজেরাই একটি আত্মবিধ্বংসী সভ্যতা গড়ে তুলেছি। সভ্যতার এই ধারা বদলাতে এখনই সচেতন ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঘোষিত সময়টি নির্বাচনের সঠিক সময়: প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৫:৫২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঘোষিত সময়টি নির্বাচনের সঠিক সময়। ১৭ বছর পর ইতিহাসের সুন্দর নির্বাচন হবে। এ সময় তিনি বলেন, আগামী জুলাই মাসে ‘জুলাই সনদ’ জাতির সামনে উপস্থাপন করা হবে।

বুধবার লন্ডনের চ্যাথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এ বক্তব্যকালে প্রধান উপদেষ্টা এসব বলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, নির্বাচনের পর নির্বাচিত সরকারের কোনো দায়িত্বে তার থাকার কোন ইচ্ছে নেই। এ সময় সব দলের অংশগ্রহণের একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতে প্রশ্ন করা হলে ড. ইউনূস বলেন, সাত বছর আগে রোহিঙ্গারা যারা বাংলাদেশে এসেছিল তাদের অনেকে পাঁচ মাস বয়সী থেকে শুরু করে ৫ বছর বা ৭ বছর বয়সীও ছিলো। তারা সবাই আজ যুবক বা কিশোর। এখন মার্কিন সরকার বিভিন্ন কর্মসূচীতে অর্থায়ন বন্ধ করে দেয়ার পর প্রশ্ন উঠেছে তাদের ভরনপোষণ দেবে কারা। তাদের তো থাকার নির্দিষ্ট সময়ও নেই। বিষয়টি নিয়ে তার সরকার গুরুত্ব সহকারে কাজ করছে।

নতুন বাংলাদেশ তৈরির জন্য সংস্কার কমিশন তৈরি করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিশন তৈরি করেছি। আমরা তাদের সুপারিশের দিকে তাকিয়ে আছি। আমাদের কাজ হলো সব দলের ঐকমত্য তৈরি করা।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও সামাজিক কাঠামো মানবজাতির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন,আমরা একটি ভুল সভ্যতার অংশ হয়ে গেছি, আমরা নিজেরাই একটি আত্মবিধ্বংসী সভ্যতা গড়ে তুলেছি। সভ্যতার এই ধারা বদলাতে এখনই সচেতন ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।