সংবাদ শিরোনাম :
সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান?

প্রতিবেদকের নাম :
- আপডেট সময় : ০৪:২৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ২০ জন পড়েছেন
শাহরান বলেছিলেন, সালমান শাহ হত্যার পুরো ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে।
সালমান শাহকে হত্যা করা হয়েছে উল্লেখ করে শাহরান বলেন, যদি সালমান শাহ আত্মহত্যা করে থাকে, তাহলে তার রুমের দরজায় কেন দায়ের কোপ থাকবে? দেয়ালে কেন ধস্তাধস্তির চিহ্ন থাকবে? আমি নিজে দেখেছি সেসব। আমার ভাই মার্লবোরো গোল্ড ব্র্যান্ডের সিগারেট খেত, সেখানে অন্য ব্র্যান্ডের সিগারেটের খোসা এলো কোথা থেকে? কারা খেয়েছিল এই সিগারেট?
শাহরান বলেছিলেন, আমার ভাইকে আমি চিনি, আমার সঙ্গে সে অনেক ঘনিষ্ঠ। যদি তার মনে কোনো এরকম চিন্তা থাকত, তাহলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করত।
ট্যাগ :