ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শতভাগ পাস দেখাতে ‘কম নম্বর’ পাওয়াদের বাদ দিলে ব্যবস্থা: এহসানুল কবির প্রধান উপদেষ্টাকে প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ সালাহউদ্দিন আহমদের কৃষকের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে বিএনপি: তারেক রহমান রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হচ্ছে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম: মির্জা ফখরুল অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বৈঠকে বসছে ইসি কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের কণ্ঠ রেকর্ড আছে: তাহের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে সহায়তার আশ্বাস এফএওর যেনতেন নির্বাচন দিয়ে ‘সেফ এক্সিট’ নিতে দেওয়া হবে না: সারজিস কেন্দ্রিয় নেতাদের সঙ্গে বাবুলের বৈঠক

দোকান-গুদামে বিপুল অস্ত্র: গ্রেপ্তার ৯ কর্মচারী রিমান্ডে

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৬:৪০:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ৭৪ জন পড়েছেন

রাজধানীর নিউমার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে যৌথ বাহিনীর অভিযানে ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনার মামলায় গ্রেপ্তার ৯ দোকান কর্মচারীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাব রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—শুকুর আলী, রোকন মিয়া, হৃদয় মিয়া, রাকিব, স্বপন, নুর হোসেন লিমন, সাজ্জাদ আহমেদ, আলী আকবর এবং সাজিদ হাসান।

এদিন তাদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক পাভেল আহমেদ। রাষ্ট্রপক্ষে সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন।

আসামিদের পক্ষে আইনজীবী আবুল কালাম আজাদ রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, নিউমার্কেট এলাকায় যে কয়টি দোকান আছে, আমার এলাকায় বটতলায় এর চেয়ে বেশি বিক্রি হয়। বিক্রি বন্ধ করে দেন। যুগ যুগ ধরে ওই এলাকায় এসব বিক্রি হয়ে আসছে। থানা থেকে অস্ত্র লুট হলো, তা উদ্ধার না করে এসব উদ্ধার করছে। তাই রিমান্ড বাতিল পূর্বক তাদের জামিনের প্রার্থনা করছি।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে শনিবার নিউমার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী। এসব অস্ত্র বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত এই ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

দোকান-গুদামে বিপুল অস্ত্র: গ্রেপ্তার ৯ কর্মচারী রিমান্ডে

আপডেট সময় : ০৬:৪০:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

রাজধানীর নিউমার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে যৌথ বাহিনীর অভিযানে ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনার মামলায় গ্রেপ্তার ৯ দোকান কর্মচারীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাব রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—শুকুর আলী, রোকন মিয়া, হৃদয় মিয়া, রাকিব, স্বপন, নুর হোসেন লিমন, সাজ্জাদ আহমেদ, আলী আকবর এবং সাজিদ হাসান।

এদিন তাদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক পাভেল আহমেদ। রাষ্ট্রপক্ষে সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন।

আসামিদের পক্ষে আইনজীবী আবুল কালাম আজাদ রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, নিউমার্কেট এলাকায় যে কয়টি দোকান আছে, আমার এলাকায় বটতলায় এর চেয়ে বেশি বিক্রি হয়। বিক্রি বন্ধ করে দেন। যুগ যুগ ধরে ওই এলাকায় এসব বিক্রি হয়ে আসছে। থানা থেকে অস্ত্র লুট হলো, তা উদ্ধার না করে এসব উদ্ধার করছে। তাই রিমান্ড বাতিল পূর্বক তাদের জামিনের প্রার্থনা করছি।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে শনিবার নিউমার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী। এসব অস্ত্র বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত এই ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।